শোভন লালের গলায় মালা পরাবো
আর মনরাজ্যে থাকবে অমিত?
লাবণ্যের এমন ভালবাসায়,আমি আস্থা রাখি না।
এরা আলেয়া,যখন তখন অজানিত গন্তব্যে পৌঁছায়।
কেটি যদি ঘড়ায় তোলা জল হয়,লাবণ্য হলো দিঘী
আর সেখানে যখন তখন,সাঁতার কাটবে অমিত'রা?
এমন দুর্বোধ্য অমিতকেও আমি চাই না।
এরা বরাবরই স্বপ্নের মাঠ,লণ্ডভণ্ড করায়।


জীবনানন্দের বনলতা,রামের সীতা
বসুমতী, পার্বতী সবই সত্য উপলব্ধি
কিন্তু কাল্পনিক অস্তিত্ব,আমি লাবন্য নই
আমি লাবনী, বাস্তবিক এক সত্য।


বিংশশতাব্দীর এক নারী যে,স্থুল কৌতুহলে
দেখতে চায় সমুদ্রের বুকে, ঢেউয়ের দাপাদাপি
দুর্দৈব মূহুর্তেও, মন্থন করতে চায় নিটোল আনন্দ
সৌখিন, গম্ভীর ভালবাসায়,সে আসক্ত নয়
ছেলেমানুষী,কিন্তু দুরন্তপনায়
ডুবে না তার মন, উদাসীনতায়।


মেঘের তর্জন গর্জনেও, নাচে ময়ুরের মতন
উল্কাপিণ্ডের মতন, তার জ্যোতি
সব সময় যাকে দেখা যায় না,
কোমলমতি যদিও তার মন
নস্ট সভ্যতা,তার ছোঁয়া পায় না।
আমি লাবনী,তাই লাবণ্য নই।