আমি নাম হীন, স্থান হীন এক মানুষ
নিজের মুল্য না জানাই আমার দোস।
আকঁড়ে থাকি উদবাস্তুদের মত
নির্যাতনের মাত্রা বাড়ুক যত।


সন্তানের ভেতরে সব,নিজের স্বপ্ন পুষি
নারীই হয় নারীর কেবল, বিরুপ সর্বনাশী।
না পাওয়াটা ঢেলে দেয়,অন্য কারো পরে
দিনে দিনে সংগ্রাম তার,আরো কঠিন করে।  


স্বামী সন্তান ভাই এর কাছে বোঝার মতন
বিনামূল্যে শ্রমে তাই,সম্মান পাওয়া বারণ
চাকরিজীবী,নেত্রীও কি পাচ্ছে সঠিক মান
তারও কোন বাড়ী নেই,নয়কো  বাসস্থান।


বাবার বাড়ী, স্বামীর বাড়ী, ছেলের বাড়ী আছে
সব বাড়ীকেই নিজের ভাবি,আপন আমার কাছে
অতী কোমল মনের কাছে,নিজেই পরাজিত
কবর আমার নিজের বাড়ী,আমি অযাচিত।


ঠিকানা হীন ঠিকানা আমার,কস্ট কেবল মনে
নিজের দোসেই দুস্ট আমি,অকারন অভীমানে।
নিজেরে যখন জানবে তুমি,করবে সম্মান
লড়াই করেই বাঁচতে হবে পাবে বাড়ী স্থান।