হাসতে চাই আমি,বাঁচতে চাই,ভালবাসতে চাই
বুকের মধ্যে জমাট পাথরটাকে ভাঙ্গতে চাই
আমি কাঁদতে চাই,ধুলো মাখা পথে হাঁটতে চাই
ঝর্নার মতন তোমার বুকে ঝরে পরতে চাই
দহনেও পুড়ে মরতে চাই
আবার শান্ত স্নিগ্ধ জলধারা হতে চাই।


তুমি পারবে কি আমায় পাহাড়,সমুদ্র
এক নীল আকাশ কিনে দিতে?
চাই না রেশমী চুড়ি কিংবা ঢাকাই জামদানী
ভোরের শিশীর ভেজা ঘাস আমায় দিও,
তপ্ত রোদের  ঘর্মাক্ত মূখটা
ঘরে ফিরে আচঁলে নিও।


চন্ডিদাসের রজকিনী হতে চাই না
চাইনা হতে কোন দেবদাসের পার্বতী
লাইলী শিরী কিংবা কোন রোমিওর জুলিয়েট।
বিরহ আমার ভাল লাগে না,
আমি বিহঙ্গের  মতই উড়তে চাই
বেলাশেষে ঘরে ফিরতেও চাই।


পাহাড় ফুল ঝর্না বা নদীর মতন নয়
কোন এক মানব চিত্তে মানবী হয়ে
চার-চোখে চেয়ে দেখা তপ্ত প্রেমতৃষা লয়ে
তৃপ্ত উষ্ণ শীতল মোহময় শব্দ হয়ে
বাঁচতে চাই পরম ভরসায়
বিরহ আমার ভাললাগে না।।