বাসে ট্রামে রিকশার হুটে,আগলে রাখা নয়
পথটা যেন পার হতে হয়, হাতটা ধরে নয়।
গায়ে পড়ে কেউ ধাক্কা দিলে,দেবে আমায় বকা,
প্রতিবাদের ভাষা শেখাবে,সেটাই পাশে থাকা।


শাড়ীর কুচি ঠিক করা নয়,নাইবা পরালে টিপ
বলবে হেসে এলো মেলো,তুমিই থাকো ঠিক।
কাঁচের চুড়ির শব্দ যেমন বৃষ্টি রিনিঝিনি
সোনার কাঁকণ চাই নাকো সৎ থাকো চিরদিনই।


রান্না ঘরের কাজে আমি, চাই না তোমার হাত
মুখটা কালো করবে নাগো,খাবার হলেও বিস্বাদ।
আকাশ ছোঁয়া ভালোবাসা চাইনা তোমার কাছে
বুকের মধ্যে ঘুম পাড়িও সুখ- দুঃখ বারো মাসে।


মেঘের দিনে বৃষ্টির ভিজে নাইবা করো খেলা
আমার অবুজ বায়না গুলোয়,করো নাকো হেলা।
ভেজা কদম,রক্ত গোলাপ,না দিলে নেই ক্ষতি
শ্রদ্ধা বিশ্বাস ভালবাসায়,হবো চোখের জ্যোতি।


রাগ অভিমান স্নেহের ভেতর,থাকবে মোদের শাসন
ঘুমের বালিশএকটা হবে,প্রতি রাতই বাসর।
না বলা কথাটাও,বুজবো আমি তুমি
এমন একটা তুমি চাই, ভেজায় মরুভূমি।


এমন একটা তুমি চাই,এমন একটা তুমি
নির্ভরতায় নির্ভয়ের থাকবে মাখামাখি।
এমন একটা তুমি চাই এমন একটা তুমি
আয়নার চেয়েও সচ্ছ যেনো থাকে দেখাদেখি।