ভালো থাকিও বন্ধু আমার
অজানা নামের অন্তরতম হে
করবো স্মরণ,করো গো বরণ,
নিরালা নিভৃত কোণেতে।
হয়তো কখনো পাবে না আলো
গহীন আঁধারো রাতে
অলক্ষে তবু জড়ায়ে ধরবো
বুনো জোৎস্না শশির প্রাতে।


বাতায়ন পরে এলো মেলো চুলে
যদি গো পড়ে মনে
স্বপ্ন মোদের বাঁচায়ে রেখেছে
চলেছি সময়ের বানে।
ভাসবে ফাগুনে ফুলের সুবাসে
ভোরের পাখির গানে
ভালোবাসা থাক জমানো মেঘেতে
অন্তরের গূঢ় অভীমানে।


বর্ষাস্নাত কদমের সাথে
করিও তুমি খেলা
অশ্রুসিক্ত কাজল নয়নে
ভাসাবো প্রেমের ভেলা।
অন্তরতম বন্ধু তুমি কে
নাইবা জানিল কেহ
সুখি হও,খ্যাতি পাও
হে আমার সুপ্রিয়।