হে বৈশাখ, তোমার আগমন- বসন্ত বাহারে
জোৎস্নার আলিঙ্গনে কলাপাতায় চাঁদের প্রহরে
কিশলয় ভিড়ে শতো ভ্রমরের গুঞ্জরনে
চৈত্র তোমায় ডাকে ঐ মেঘ বরিষণে।


ফলে রসে গন্ধে মাতাও কুঞ্জবন
গাছে গাছে সাজে ফলের বাসর
ফুল পাখি আর প্রজাপতির গুঞ্জরণ
ধরার পরে বসাও ঝড় বৃস্টির আসর।


ধরণীর মতো তুমি মমতামযী প্রিয়ে
ভয়াল রুদ্র রুপে তোমার আগমন
ভেজাও মাটিকে তোমার স্নেহের বৃস্টি দিয়ে
বৃস্টি-শিলায় হাকিয়ে যাও দুষ্ট প্রভঞ্চন


যাবো বৈশাখী মেরায় আচি তোমার প্রতিক্ষায়
লালপেড়ে সাদা শাড়ি,হিজল ফুল খোপায়
কিনবো লাল টিপ আর কাঁচের চুড়ি
স্বপ্নাকাশে মেঘের সাথে উড়াবো ঘুড়ি।


পান্তা-ইলিস নাগরদোলা মাটির গয়না-গাটি
কালো মেঘের ডানায় চড়ে দুপুর রোদে হাঁটি।
জম- জমিয়ে বৃস্টি নামবে,ঘুড়িটা যাবে ছিড়ে
কাঁদা-মাটি মেখে গায়ে আম কুঁড়াবো ঝড়ে।


শিশু,কিশোর,যুবা, বৃদ্ধ নতুন সাজে সবাই
সমৃদ্ধির ফুল ফুটুক জীবনের হাল খাতায়।
ফুল-ফলের বাহারে সাজাও ধরিত্রী যতনে
শুভ হোক নতুন বছর তোমার আগমনে।