রিনিঝিনি করে যখন বাজলো কাঁচের চুড়ি
বললো হেসে মনটা তখন-'বয়স আমার কুঁড়ি।
আদর যেন চায় মাখিতে হাত দুটি আজ সেঁজে
বুকের পরে মুখের পরে নুতন সুরে বেজে।


টের কি তুমি পেয়েছিলে কাঁকনের অহংকার
তোমার ছোঁয়ার নেশার ঘোরে বাজছিলো বারংবার।
কাঁচের চুড়ি সাক্ষী হলো বাঁধলে ওকে দিয়ে
যতোই ভাঙুক বাজবে সে যে ভালোবাসা নিয়ে।


এক ঝুড়িতে নানা রঙের চুড়ির বাহাদুরি
বললে তখন-'সব গুলো নাও ঝুড়ির যত চুড়ি।
পাগল করা কথা শুনে হাসলো চুড়ি মনে
বললো চুপি-'ধর্ দুটি হাত, ছাড়িস না এই ক্ষণে।
হাতটি ধরার সুযোগ যখন দিলেন অন্তর্যামী
প্রেমিক হতে একটা ডজন চুড়িই অনেক দামি।


কাঁচের চুড়ির শব্দ কথা কেবল আমিই জানি
তুমি ব্যস্ত দিতে আমায় তোমার হৃদয়খানি।
কাঁচের চুড়িই জয়ী হলো ধরলাম ভালোবেসে
দুটি হস্ত একপথেতে চললো হেসে হেসে।