চির পরিচিত আমি এক
অপরিচিতের পাশে বারংবার
রঙ মেখে সঙ হয়ে
নিজেরে সাজাই হাজার বার।


কখনো ভোগের কখনো ত্যাগের
অস্পৃশ্য এক নারী
কন্যা,ভগ্নী,জননী,প্রেয়সী ভুষণে
পূজার সঞ্চারী।


হরেক নামের হরেক বাঁধনে
জন্মগত বন্ধন
স্বত্তার গভীরে পাই না নিজেরে
বার বার করি নিবন্ধন।


সত্যিকারের একটা নামতো
আমার থাকা চাই
কী নামে আমায় ডাকবে,বলো
উত্তর খুুঁজে বেড়াই।


মানুষ কখনো হতে পেরেছি কি
সভ্যতার সংসারে?
যুদ্ধ করিয়া বাঁচিয়া আছি
পৃথিবীর দাবানলে।


নিজেরে  হারায়ে খঁজেছি বারেবার
প্রতিটা নামের পাশে
কী নামে আমায় ডাকবে বলো
প্রশ্নটা জলে ভাসে।