অস্থিরতার আবেগ তোমায়, খুঁজছে কোনায় কোনায়
লুকিয়ে আর  থেকো নাকো কষ্ট দিও না আমায়
যেটা তোমার শুধুই খেলা,সেটাই আমায় ভাবায়
অন্ধকারের কালো  আরো একলা করে তোলায়


ডুকরে ডুকরে যখন কাঁদি,চাঁদটা তখন মুচকি হাসে
জোনাকপোকা যেমন কাঁদে সোডিয়ামের পাশে
তবু কেন এমন করে একলা একলা ভাবা
অনেক কিছু থেকেও যেনো,শুন্যে মারে থাবা।


তাইতো বলি ওগো আর থেকো না গো দুরে
জড়িয়ে রাখো বুকে আমার,যতই যাই সরে
ভয় দিয়ে কি জয় করা যায়,প্রেমের রাজ্য বলো?
ভালবাসার পাঠশালাতে ভর্তি  হবো  চলো।


ভালবাসতে বাসতে আমরা,প্রেমের বিদ্যা নেবো
মনের মতো সঙ্গী হবার চর্চা করে যাবো।
কখনো হবে ঝগড়া- বিবাদ,সন্ধি-পরিণয়
ঈর্ষা করে ভাববে কেউ এই শেষ বোধহয়!


আচমকাই মিলবো দুজন গভীর আবেগ নিয়ে
জীবনটাতো এমন খেলা কাঁন্না-হাসি দিয়ে।
তবুও আমি চাই তোমাকে যতই থাকুক দোষ,
শক্ত করে হাতটি ধরো রফা করে আপোষ।