কতোটা পাগল করা ভালোবাসা নিয়ে
অপেক্ষায় ছিলাম তোমার আঙিনায়
কতোটা ঘোর অমাবস্যা কাটিয়েছি
একটি স্বপ্নিল জোৎস্নার আশায়।


কতোটা উন্মুখ  ছিলো এ নয়ন
তোমাতে দেখার নেশায়
লোমশ বুকে গুজতে যে মুখ
ছিল কতো তৃষ্ণার্ত পিপাসায়


কতগুলি সন্ধায় কফির পেয়ালায়
নিঃসঙ্গতায় খুঁজেছি তোমার চুম্বন
কতোটা প্রেমে নিজেকে নিঃশেষ করে
চেয়েছিলো মন নতুন জীবন।


আঁধারেই খুঁজেছি আলোর ছিঁটে ফোঁটা
বোকার মতন দুরন্ত আশায়
অন্ধকারেই থাকে অন্ধকারের ঘনঘটা
শ্রাবণ সৌন্দর্য থাকে বর্ষায়।


জানতে স্বাধ,মানুষ কি নদীর মতন
বাঁকে বাঁকে এমন-ই বদলায়
জোয়ারে যে জন বাঞ্ছিত থাকে
ভাটায় সে জন অবাঞ্ছিত হায়।