মাতৃভাষা জন্মগত সবার অধিকার
সূচনা তার জন্মমাত্র শিশুর চিৎকার।
পাখির মতন ডানা মেলে মা কথাটি বলা
সূর্যস্নানে নদীর জলে তারই সাথে চলা।


আকাশ ভরা স্বাধীনতা বলায় নেইকো বাঁধা
মাতৃভাষা আপন অতি, আপন মনেই সাধা।
সুখেদুখে স্বাধীন মনে আনন্দে গান গাওয়া
বাংলা আমার মাতৃভাষা, আমার শ্রেষ্ঠ পাওয়া।