কেউ কি কভু পায়গো, খুজে মনের মতন মানুষ
ছায়ার সাথে কেবল খেলা,উড়ছে রঙিন ফানুস।
যখন তুমি চাইবে কাছে থাকবো বহু দূরে
নীলআকাশের তারা হয়েই রবো মনটি জুড়ে।


তুমি যখন চাইবে কেবল খোঁপায় পদ্ম ফুল
হয়তো তখন খুশি মনেই আনবে সোনার দুল।
অঝোর ধারায় বৃষ্টি হলে ভিজতে সাধ হবে
কদম ফুলের মাতাল গন্ধে মনটা ছুঁয়ে যাবে।


আবার সখা বলবে য়খন আদর সোহাগ ভর
বুকে বুকে মিশে যাবো জলকে বাঁচার ছল করে
লোড-শেডিং হলে বলো, তোমায় দেখা যায় চাঁদে
হেসে বলি ছাড়ো- দেখ,মেয়ে আমার কাঁদে।


বলি রান্না ঘরের চলোটা তো বন্ধ করে আসি
অমনি দেখি ফুটেছে কি আলোর ঝিলিক হাসি
ঘুম আসে না,গল্প হোক সারাটা রাত ভরে
স্বপ্ন বিভোর মদিরতায় হাতে হাতটি ধরে।


হয়তো তুমি ভাবছো আমায় বাসায় ফিরে পাবে
সদ্য ফোটা গোলাপ কলির তরতাজা ঘ্রান নেবে
সকাল দুপুর রাতে এমনতরো যদি হতো
উল্টো কেনো হয় গো আমার বিষম নিয়ত?


আমরা বুঝি কেউ কারোরই মনের মতো নই
তবুও তো একে অন্যের সাথেই মিশে রই।।