অটিজমের তীর বিঁধে যে সব মায়ের বুকে
আমি বলি ধন্য হলাম স্বর্গ সুখ এঁকে।
জীবন ভাবায় জীবন ভাসায়
কল্পনার সব দুঃক্ষ-সুখের রেখা
মৌনতারও অনেক ভাষা ওরা তো নয় একা।


হারিয়ে যায়  ব্যার্থতা,গ্লানি,দুঃখবোধ
জন্ম নেয় নূতন করে ভালবাসার  স্রোত।
অনেক অনেক আদর নিয়ো,কস্ট দিলে ক্ষমা করো
ব্যার্থ জানি তবু আমি গর্ব করি তোমায় নিয়ে
ভালবাসায় ভরিয়ে দিয়ে।


তুমি আমার সুসন্তান অনেক মা-ই পায়না এমন
অনেক চেস্টায়ও এমন রতন।
নাই বা দিলে মেডেল নোবেল কিংবা কোন খ্যাতি
কাঁদাবে না কখনো জানি
তুমি আমার দূর আকাশের জ্যোতি।


বুলবুলি আর ময়না টিয়া মাম্মা বলে ডাকি
মা বলে যে ডাকো আমায় তাতেই খুশি থাকি।
মা ডাকটি শোনার ভাগ্য ক'জনের বা আছে
নির্ভরতায় স্বপ্ন হয়েই থাকো কোলের কাছে
আমি অনেক ধন্য সুখে তোমায় কাছে পেয়ে।


সবাই যখন বলছে তোমায় বিশেষ কোন শিশু
বুঝিয়ে দেই তাদের আমি তুমি প্রাণের  যিশু।
অটিজম শুনতে কথা ভাল লাগে না যে
অপ্রিয় এই বাক্যটি প্রানে বড় বাজে।
কাঁদা-হাসা তোর সাথেই প্রানের শত খেলা
আয় রে মোরা দুজন মিলে সাঙ্গ করি মেলা।