আমায় আর ক্লান্ত করো না
অবসন্নও হতে চাইনা
আত্মার গভীরে জিরোই
যদিও পথের শেষ পাই না।


মাতৃত্বের পূর্নতা নেই
আমি মা হই বার বার
নির্দিষ্টের বধু নই তবু
প্রিয়া হাজার বার।


কান্নায় ভাসিয়ো না আর
ভেজা নয়নেও হাসতে চাই
পরম শক্তির লালনে যেন
শেষ বিন্দুতেও স্বপ্ন খুঁজে পাই।


মহুয়ার নেশায় আমায়
দীর্ঘ- মাতাল করো না
স্তুতির আভরণে মুড়ে
অকারনে আর সাজিয়ো না।


সুপ্ততার নিভৃতেও
স্বপ্ন আমায় জাগিয়ে রাখে
এতটুকুই শক্তি দিও
দুঃস্বপ্নও যেন ভয়ে থাকে।


ধৈর্য মাধুর্য সব গুণের সম্মিলনে
ধারালো আর তীক্ষ্ম যেন হই
সততার অটুট বন্ধনে
ভালবাসার দৃঢ়তা হয়ে রই।