ভাল্লাগে না,বাঁচবো না আর
বাঁচলে হবে কি!
ধত্তুরি ছাই সব যে বৃথাই
আলসেমির এক ঢেঁকি।


আমার দ্বারা হবে না কিচ্ছু
গুনের কদর নাই
ঘুম আসে না মন ভালো না
তাই করে আঁইঢাই।


বন্ধু স্বজন,আত্মীয় কজন
কেউ যে আপন না
এই কাজ কি আমায় সাজে!
জীবনটাই যন্ত্রণা!


কেমন আছো বললে তারে
এইতো কোন রকম!
অসন্তোষের মুখ খানি তার
হৃদয় ভরা জখম।


কাজের কাজ না থাকলেও
দেখায় খুব বিজি
নিজের থেকেই পালিয়ে বেড়ায়
হয় না কভু ইজি।


অন্তরে সীলগালা  তার
না কথাটা দিয়ে
স্বপ্ন হীন জীবন কাটায়
গোমড়া মুখটি নিয়ে।


এমন তরো নেতিবাচক
বন্ধু এড়িয়ে চলো
ভাইরাসের চেয়েও ভয়ানক
সাবধান,গুডবাই বলো।