দুধ ছেড়ে মদ ধরা,মদ ছেড়ে দুধ খাওয়া
হিসাবহীন জীবনেতে,হিসেবের চাওয়া পাওয়া
সবই তার অভ্যাস


ভালবাসা ঘৃণা করা,কথা বলা কথা ছাড়া
দই দিয়ে মুখ পোড়া,চুন দিয়ে ঠোঁট রাঙা
সবই তার অভ্যাস


সোজা পথ বাঁকা করা,দূ্ুর্নীতি নীতি হওয়া
চুরি আর ঘুষটাকে,কৃতিত্বের  দাবী করা
সবই তার অভ্যাস


ফুটপাতে চিন্তাহীন,এসি ঘরে নিদ্রাহীন
পথশিশু খায় ভাত,নাইট গার্ড জাগে রাত
সবই তার অভ্যাস।


চাঁদ দেখে কেউ হাসে,অকারণে কেউ ফাঁসে
মিস্টি কথার ঝুড়ি যার,পোকায় ভরা আম তার
সবই তার অভ্যাস


মঞ্চ কাঁপানো ভাষণ যার,লেখা নয় একটিও তার
মেডেল  যে নেয় শান্তির,যুদ্ধই হয় তার নীতির
সবই তার অভ্যাস।


পাগলের  মাতাল প্রলাপ,প্রেমিকের হাতে রক্ত গোলাপ
নারীই হবে ছলনাময়ী,তারাই নাকি মায়াবিনী
সবই তার অভ্যাস


অসহ্যকে সহ্য করা,সুখের ফাঁদে দুঃখ ধরা
ধর্মটাকে আলিঙ্গনে,অনেক যত্নে লালন করা
সবই তার অভ্যাস।।