অঙ্গহীন আলিঙ্গনে মুগ্ধ তন্দ্রায়
তলিয়ে যাই যতবার,ভাবি ততবার
প্রতিটি শিশুর জন্ম হোক নতুন ধারায়
এবার


অশান্ত পৃথিবী শান্ত হোক, নাগরিক নিঃশব্দতায়
আসুক আরেকটা নতুন সকাল
পুষ্পিত অন্ধকারে
সুবাস ছড়াক তোমার নিষ্পাপ অহংকার
গোপন হয়ো না, বহমান স্রোতের মতো
মাথা তুলে দাড়াও
নতুন স্নানে প্রস্তুত করো নিজেকে


নদীর শান্ত অবনত চোখে
খুঁজে নাও জীবনের ধারাপাত
নতুন তুফানের তোড়ে, কোন্ নোঙরে পাড়ি দিবে
সিদ্ধান্ত তোমার


বাবাহীন পৃথিবী নেই বলেই
নারী পাইনি মানুষ নামের আখ্যান
লড়াইটা কেবল নারীর একান্ত একার
কাপুরুষতার কাছে তাই হারে বার বার


নবনীতকোমল নারী তুমি সূর্যস্পশ্যা
হও এবার
সে আলোকে উদ্ভাসিত হোক নর
অযাচিত স্পর্শে পুড়ে ছারখার।