তুমি যখন রাগ,আমি তখন ভাব
তুমি যখন আড়ি,জাপটে তখন ধরি।
তুমি যখন হাসো,ভালোবাসায় ভাসো
তুমি যখন কাঁদো,পৃথিবী আমার আঁধো


তুমি আমার ভুল,সদ্য ফোঁটা ফুল
তুমি গভীর রাত,নির্ভরতার হাত।
তুমি যখন কস্ট,মাথা তখন নস্ট
তুমি যখন বর,আমি তখন ঘর।


তুমি যখন পাগল,আমি তখন পাগলী
সুখে-দুঃখে তাইতো,সবকিছুতে ভাগ নি।
তুমি যখন আদর,গায়ে মাখি চাদর
রঙিন সুতোঁয় বোনা, তাজমহল অন্দর।


গভীর স্নেহের ঘুম,কাংখিত এক চুম,
উদ্বেলিত এক ঝড়,নতুন স্বপ্নের চর।
এসো দুজন মিলি,প্রেমের খেলা করি
ঝগড়াঝাটি দিয়ে, ভালবাসায় ঘর গড়ি।