যেমন করে অপেক্ষায় থাকার কথা ছিলো
তেমনটি আর হলো না
কেনো,সে তুমিও জানো আমিও।
চৈতের রোদ আমাদের পোড়াতে পারে না
বৃষ্টিতে হয় না ভেজা
জোৎস্মার বুকে দু প্রান্তে থাকে শুধু
কান্নার আর্তনাদ।


তবুও আমরা সুখ অনুভব করি
হটাৎ হটাৎ দেখায় কথায়
ছোট্ট ছোট্ট রাগ অভিমান দুঃখ গুলোকে
সযত্নে সরিয়ে রাখি অন্য কোথাও
তীব্র আকাঙ্ক্ষায় পাওয়া
সেই দু'এক মিনিট যেনো পুরো একটা বছর
সে তুমিও জানো আমিও।