উষ্ণতার কতখানি ব্যাস,দৈর্ঘ্যে প্রস্থে বাড়াবাড়ি
কাব্যে রসে গন্ধে রঙে, আহলাদে কাড়াকাড়ি
স্নেহে কতোটা পারদ ছড়ালে, উষ্ণতায় ভরে মন
কতোটা আবেগ সংবরনে,বিস্ফারিত দু নয়ন।


তীব্রতা কতোটা জীবনানন্দে, নজরুল বিদ্রোহে
জয়নুল আবেদিন তুলির রঙে বঙ্গবন্ধু ভাষনে
তার চেয়েও কি অধিক উত্তাপ, কম্পিত চুম্বনে
শীতের মাত্রা যতো বাড়ুক,উষ্ণতা আলিঙ্গনে।


উষ্ণতা হয় হরেক রকম, মতিগতি বোঝা দায়
কখনো সে শান্ত থাকে কখনো উন্মাদনায়
বাহারি তার আশা যাওয়া মনের কার্নিশ ঘিরে
প্রতিটি প্রানেই ভালোবাসা হয়ে আসুক ফিরে ফিরে।