আকাশ রঙে, ফুলের ঘ্রাণে, পাখির কলতানে
তমাল বনে বাউল সুরে সবুজ ঘন প্রাণে।
চড়ুই, বাবুই, ময়না, টিয়া'র বুলি কত শত
সদ্যজাত শিশুও ডাকে তারই নিজের মত।
টাপুর টুপুর ছন্দে ঝরে শিশির ভেজা ঘাসে
ফুলের কথা শুনতে যখন মৌমাছিরা আসে।
প্রজাপতির ডানায় থাকে অনেক গল্প কথা
ফুল,পাখি, আর মানব মনের যত কথকতা।
সবার আছে নিজের মত নিজের মাতৃভাষা
প্রাণটি ভরে প্রকাশ করাই মনের ভালোবাসা।


মাতৃভাষা বিনা কি আর পারে বলতে কথা
বাঙাল ছেলে পারলো না তাই, উর্দু দিলে ব্যথা।
ভাষার জন্য তাই তো ছেলে নামলো রাজপথে
রক্ত দিয়ে আনলো ছিনে মরণ সাগর হতে।
ভাষার জন্য জীবন দেয়া বাঙালি প্রথম জাতি
বিশ্বসভায় তাই তো এত বাংলা ভাষার খ্যাতি।
সব ভাষারই ভাষা দিবস ২১শে ফ্রেব্রুয়ারি
এমন সম্মান যাঁদের জন্য, তাঁদের ভুলতে পারি?
তাঁদের কথা বলতে পারছি তাঁদেরই কারণে
সকল কাব্য, গান, সুর আজ তাঁদেরই স্মরণে।


ভাষার জন্য তোমরা যাঁরা দিয়ে গেলে প্রাণ
তোমরা সবাই ধরা মাঝে সতত মহিয়ান।।