আসিবে বসন্ত,  চেয়ে আছি অনন্ত
দীর্ঘ শীতের,  হাড় কাঁপা হীমের
রাত গুলি হায়! কেঁপে কেঁপে
প্রান যেন যায়,  উষ্ণ তাপের উৎচ্ছাসে
চেয়ে আছি বসে,  সূর্য তবু দেয় না তাপ
দেয় শুধু সন্তাপ,  
আসিবে বসন্ত, করিয়া অনন্ত অপেক্ষা,  
শীত যে হায়! বরই বেদনাময়,
কুঠিরে নাই বস্ত্র যার।
চারদিকে হায়! কুয়াশায় ঢেকে যায়
শিশির পড়ে অবিরাম,  গাছের পাতাগুলি
ঝড়ে পড়ে শীতে, বসন্ত  আসিবে বলে
অপেক্ষায় অধির পাতা-ঝরা ডালে নতুন কলি
কবে দুই পাশে,  দুই পাতা খুলি
দেখিবে বসন্ত।
শীতের আঁধার পেরিয়ে
বসন্ত আসিবে ককিলের সুরে,
পাখিদের গানে,  কৃষ্ণচূড়ার ডালে,
আসিবে বসন্ত কবির কলমের টানে।


----৬ ই ফাল্গুন ১৪২২
(১৮-০২-২০১৬)