ইচ্ছে করে পাখি হয়ে উড়ব নীল আকাশে,
ইচ্ছে করে ফড়িং হয়ে বসবো ধানের শীষে।
ইচ্ছে করে নদী হয়ে হারিয়ে যাব বহুদূরে ,
ইচ্ছে করে শিশির হয়ে পড়বো ভোরের ঘাসে।


ইচ্ছে করে ফাগুন হাওয়ায় বিলিয়ে দিব মন,
ইচ্ছে করে ঘুড়ি হয়ে উড়ব সর্বক্ষন।
ইচ্ছে করে বৃষ্টি হয়ে ভিজাবো এই ভূবন,
ইচ্ছে করে জ্যোৎস্নার আলোয় হয়ে যাব বিলীন।


ইচ্ছে করে গ্রীষ্মের দিনে হবো খা খা রদ্দুর,
ইচ্ছে করে শরৎতের আকাশে হবো সাদা মেঘ।
ইচ্ছে করে শীতের সকালে হবো যে কুয়াশা,
ইচ্ছে করে বসন্তে হবো শিমুল পলাশের বন।


ইচ্ছে করে এমনি ভাবে হারিয়ে যাব এই প্রকৃতিতে,
ইচ্ছে করে এমনি ভাবে মিশে রব সব কিছুতে।
ইচ্ছে করে এমনি  ভাবে কাটিয়ে দিব জীবন,
ইচ্ছে করে এমনি ভাবে শেষ হয় যেন এই জীবন ।।