তোরা দেখবি যদি  আয়
আমার ভাঙ্গাঘরে চাঁদ ওঠে ভাই।


তার ছঁটায় মোর কুঁড়েঘরে
জোনাকিরা নিভেযায় আসরে।


আদর মাখা সকালে
ঘুম ভাঙিয়ে দেয় সোনার ককিলে।


তার হাতের  রুটি
যেন  বাসরের  বিছানাটি।


তার কোমল  মুখের   বাণী
যেন  সুর বেঁধেছে  বীণাপানি।


মুক্ত   ঝরা   হাসি
তার  বদনে  দিবানিশি।


আহা  সে  যে   সতি
আছে  শুধু  পতি প্রীতি।


তার  অন্তর  যেন
এক  বিশাল  গগন।


আমার কুঁড়েঘরে  লক্ষী
ভরিয়ে  দিল   অক্ষি।


তোরা  দেখবি  যদি আয়
আমার ভাঙ্গাঘরে  চাঁদ ওঠে ভাই।