হঠাৎ করেই একটা অচেনা এলাকার সকল
মানুষের মাঝে উড়ে এসে জুরে বসে অচেনা
একটা মানুষ।কেউ চিনেনা জানেনা সেই
অচেনা মানুষটিকে। কেউ কোনদিন দেখেও
নি।তার সম্পর্কে স্পষ্ট কোন ধাররণাও নেই
কারো। কোন ধারণ নেই অচেনা মানুষটির। তবুও
সেই অচেনা মানুষটি সেই এলাকার মানুষের
সাথে সুন্দর ভালো সম্পর্ক গড়ে তুলে। অচেনা
অজানা সেই মানুষটি সেই এলাকার সকল
মানুষকে নিজ থেকেই অাপন করে নিয়েছে।
যদিও তাদের সাথে তার কোন রক্তের সম্পর্ক
নেই।তবুও কেন জানি রক্তের সম্পর্কের চেয়েও
অাপন ভাবে অচেনা এই মানুষটি সেই এলাকার
মানুষ গুলোকে। সেই অচেনা মানুষটি নিজ
থেকেই অাগবাড়িয়ে সবার সাথে কথা বলতো।
সে যখন কথা বলতে চাইতো তখনেই শুধু সেই
এলাকার মানুষগুলো তার সাথে কথা বলতো।
কথা বলতো তার সাথে। না হয় সেই এলাকার
মানুষগুলো,অচেনা মানুষটির সাথে
অাগবাড়িয়ে নিজে থেকেই বেশি একটা কথা
বলতো না! শুধু ১/২ দু'জন বাদে। তবুও অচেনা
সেই মানুষগুলোর সাথেই থাকতে চাইতো। সে
ভাবতো হয়তো তাদের অনেক কাজ থাকে,তাই
হয়তো সময় পাইনা। তাই অচেনা মানুষটিই
সবসময় কথা বলতে যেতো সেই মানুষগুলোর
সাথে।অচেনা সেই মানুষটির মনে হাজারো
কষ্ট থাকার পরেও, সে কারো কাছে কোন
প্রকার কষ্টের কথা বলতো না। সবসময় মনের
ভিতর গুপন করে রাখতো তার কথা গুলো। সবার
সাথে হেসে হেসে কথা বলতো, তাই সে
কখনোই বুঝতে পারতোনা, তার মনের কষ্ট।
এভাবে অনেকদিন কেটে যাই,না কেউ তার
সাথে নিজে থেকেই কথা বলতে অাসেনা।
তার পরিপ্রেক্ষিতে অচেনা মানুষটির মনে
একটা অনুশোচনার জন্ম হয়। নিজেকে খুব ছোট
মনে করে। এই অনুশোচনার জন্ম নেওয়াতে সেই
মানুষটির মনে একটু একটু ঘৃণার জন্ম হয়। সেই
ঘৃণা অাসতে অাসতে তার মনটাকে পাষাণ
করে দেই। তাই সে অাসতে অাসতে সেই
মানুষগুলো হতে দূরে সরে যেতে থাকে। হঠাৎ
একদিন একেবারেই হারিয়ে যাই।
তখন কারো মনে পড়েনা, সেই অচেনা মানুষটি
কোথায়। ২ দিন যায় ৩ দিন যায় ১ সপ্তাহ যায়
কেউ কোন খোজ করেনা। ২ /৩ সপ্তাহের
দিকে,কয়েকজন খোজ নিতে চাই,যারা তার
কাছের ছিলো। অনেকের কাছে জিঙ্গেস করে
অচেনা মানুষটির কথা, কিন্তু কেউ কোন খোজ
দিতে পারেনা। তারপর কাছের সেই
মানুষগুলো ভাবে হয়তো,কোন কাজে গেছে
তাই কেন খোজ নেই। তারপর অাবার যে যার
কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপর এভাবে ১ মাস
উপড়ে চলে যাই। হঠাৎ অাবার সবার মনে পড়ে
অচেনা মানুষটির কথা, অাবার খোজ নেয়। কিন্তু
অাবারো ফলাফল শূন্য।তারপর তাদের মনে
হঠাৎ একটা কি যেন ধাক্কা মারে।কি যেন
কি যেন তাদের মাঝে নেই।কোন কাছের কেউ
বুঝি তাদের মাঝ থেকে হারিয়ে গেছে। হঠাৎ
করে যেন সেই এলাকাটা কোন অজানা
কারনে শূন্য শূন্য লাগছে। সবার মনে একটা
প্রশ্ন কোথায় সে। কেউ কোন খোজ দিতে
পারেনা। তারপর কাছের মানুষগুলো। সেই
অচেনা মানুষটির সাথে যতরকম ভাবে অাগে
যোগাযোগ করা যেতো, সব ভাবেই তার সাথে
যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু
ফলাফল অাবারো শূন্য ছাড়া কিছুই হলোনা।
তখন সবার মুখে হতাশা নিয়েই ফিরলো।
তারপর কিছুদিন কারো কোন কাজে মন
বসেনা, সেই অচেনা মানুষটির জন্য। যে নাকি
তাদের হৃদয়ের অনেকটা জুরেই ছিলো। কিন্তু
সেটা তারা অাগে কখনোই বুঝতে পারেনি।
কিন্তু এখন সেটা, তাকে হারিয়ে বুঝতে
পারছে।তার তখন সেই অচেনা মানুষটির দিকে
প্রশ্ন ছুড়ে দিলো, কেন করলি তুই এটা??
.
তারপর এভাবেই কেটে যায়, অারোও কয়েকটি
মাস কিংবা বছর। সবাই অাবার ভুলে যাই সেই
অচেনা মানুষটিকে। সবাই তাদের কাজ নিয়ে
অাবার ব্যস্ত হয়ে পড়ে। মনে পড়েনা সেই
অচেনা মানুষটির কথা। কিন্তু তার মধ্যেও কিছু
কিছু মানুষের মনে থেকে যায় সেই,অচেনা
মানুষটি
যে তাদের কাছে অনেকটা অাপন ছিলো।
,,
-তাদের প্রশ্নের জবাবটা হলো এই ---
সেই মানুষগুলোর অবহেলাতে, সেই অচেনা
মানুষটি হারিয়ে গেছে। এখানে সেই অচেনা
মানুষটির কোন দোষ নেই। অার সেই মানুষগুলোর
ও হয়তো নেই। কিন্তু একটু দোষ সেই অবহেলার।
তাই সে দূরে হারিয়ে গেছে। প্লিজ এমনি
ভাবে কাউকে অবহেলা করবেন না। হয়তো যখন
পাশে থাকবে তখন বুঝবেন না। কিন্তু যখন
হারিয়ে যাবে তখন বুঝবেন হারানোর
ব্যথাটা । তাই অবহেলা কখনোই কাউকে
করবেন না।