কসম খোদার
ভালোবাসার অজুহাতে নয় -
ভালোবাসাকে মুদ্রাস্ফীতির চেয়ে বড় করতে চেয়েই
আমি তোমার শরীর ছুঁতে চেয়েছিলাম !


তুমি হ্যাংলার মতো খাবারের লোভে
তাকিয়ে থাকা পথের ভিক্ষুক ভাবলে আমায়।
রাসপুটিন থেকে শুরু করে তুলনা করলে
পৃথিবীর তাবৎ চরিত্রহীন পুরুষের সাথে !


আমি ভালোবেসে যেমন ডানা ছুঁই প্রজাপতির,
ছুঁয়ে দেই লজ্জাবতীর বৃষ্টি ভেজা পাতা,
টলটলে বিলের পানি আর ফুটে থাকা পদ্ম,
নিজের ছায়া কিংবা ফুটে থাকা রঙিন ফুল -
আমি তেমনি করেই ছুঁতে চেয়েছি তোমার হৃদয় বাড়ির উঠোন,
তোমার ঠোঁটের ভাঁজে লুকিয়ে থাকা স্বর্গদ্বার।
চুলের গন্ধের বিনিময়ে নির্ধিধায় নির্বাসনে দিতে চেয়েছি
হেঁটে যাবার প্রিয় পথ, সিগারেট আর বইয়ের পাতা ।


তারপরও, তোমার ভাবনা তুমি একটুও বদলালে না -
ভাবলে, ভালোবাসার লোভ দেখাচ্ছি শরীর ছোঁবার লোভে!


এহসান নাজিম
০১/৩১/২০২৪