তোর আঙিনায় তোর ঠিকানায়
পাঠিয়ে দিলাম, হবেনা নিলাম।
ভালবাসা থেকে যায় ঠিক অবিকল
আমাকেই বল, তুই আমাকেই বল।
ভালবাসা এমনই আবোল তাবোল
ডুবে যাই আমি আর চোখের কাজল।
ভেসে যাওয়া কাজলে ছুঁয়ে দিবি চল
বুকের জমিনে জমা বন্যার জল ।
কেন তোর চোখ দুটো জলে ছলছল?
আমাকেই বল, তুই আমাকেই বল।


ঘুমন্ত শহরে চাঁদ ছোঁয়া অধরে
ব্যস্ত সীমানা হারানো বাহানা ।
ফিরে পাবি দেখে নিস মুখের আদল
আমাকেই বল ,তুই আমাকেই বল।
এলোমেলো পায়েতে ছড়ানো আঁচল
অভিমানে জেনে যাই আমিও পাগল !
হুল্লোড় করে আসে মেঘেদের দল
একটানা ঝরে পরে অঝোর বাদল।
কেন তোর চোখ দুটো জলে ছলছল?
আমাকেই বল, তুই আমাকেই বল।


কবিতার আসর গল্পের বাসর
ধেয়ে আসে চলে, কত কথা বলে।
করবোনা তবুও জীবন বদল
হাত ধরে আয়, হেঁটে আসি চল
আমাকেই বল, তুই আমাকেই বল।
পরে যাবি, সাবধান, পথটা পিছল
ভয়ে মরি এই বুঝি হারাবি অতল  
আমি আছি তোর পাশে হয়ে চঞ্চল।
কেন তোর চোখ দুটো জলে ছলছল?
আমাকেই বল, তুই আমাকেই বল।


এহসান নাজিম
০৯/১৮/২০২৩