বিষণ্ণ বিস্ময়
-------------------


আমার প্রিয় কবি তার প্রেমিকাকে 'বিষণ্ণ সুন্দর' বলতেন।
সুন্দর শব্দটা তোমার জন্য বহুল ব্যবহৃত এবং সেকেলে,
তাই তোমাকে ডাকলাম 'বিষণ্ণ বিস্ময়' বলে।
সব কেনোর উত্তর দেবার দায়বদ্ধতা কবির নেই
তবুও বলছি শোন -
আকাশে রঙের বাড়ন্ত ছড়িয়ে প্রতিদিন উঠে সূর্য
সেই আলোর দিনমান পৃথিবীর বুক জুড়ে মায়াবী নাঁচন
যদিও দিন শেষে ক্লান্ত বিষণ্ণ চোখে ফিরে যেতে হয় বাড়ি!
রাতের নিঝুম নীরবতাকে দুমড়ে মুচড়ে দেয় ভোরের আলো
আর দিনের উচ্ছ্বাসকে বিপণ্ণ বিধ্বস্ত করে নামে সন্ধ্যা-
একইসাথে বিস্ময় আর বিষণ্ণ সময় - পৃথিবীর প্রতিদিনের কাব্য!
এরমাঝে চোখ দুটি যেন ইছামতির ভরা যৌবন
বাণে ভেসে যাবে শহর, গঞ্জ, জনপদ
মানুষের গহীনে লুকানো আরেক মানুষ।


তোমাকে ভোরের আর সন্ধ্যে নামার আলোয় দেখি বলি
শুধু পৃথিবীর নয় - বিষণ্ণ বিস্ময় আমারও রোজকার কবিতার শরীর!


এহসান নাজিম
৩১/১২/২০২২