কবিদেরও ক্ষিদে পায়, নিয়ম করে হন ক্ষুধার্ত তিন বেলা
নামতে হয় পথে খাবারের সন্ধানে
খাটতে হয় ফাইফরমাশ, মাঝে সাঝে গালমন্দও
এবং ক্ষুধার যন্ত্রনায় বন্ধক রাখতে হয় আবেগী বিবেকও।


খাদ্যের খোঁজে পথে নামা কবির জন্যে
উপহাসের বদলে একটু অনুরাগ দাও।
কবি না হয় একবেলা উপোষ থাকবেন
একছত্র কবিতা কিংবা নিদেন পক্ষে একটা পংক্তির  জন্যে।
তার বদলে ভালোবাসা দিও, ছুঁয়ে দিও হাত -
কেউ একজন হেঁটে যাও কবির সাথে স্মৃতির শহরে।


একটা কবিতার জন্যে বড়জোর দুইবেলা উপোষ দেবেন।
কবিকে না হয় আরেকটু আগলে রাখো
আরেকটু অনুভতিশীল হও, দাও আরেকটু মায়া,
আঙুলের স্পর্শে চুলে, আঁকো ছবি জীবনের।


দুই বেলার বেশি উপোষ দিতে পারবেন না কবি -
তুমি, তোমাকেই বেছে নিতে হবে
কবিতা চাও নাকি কবিকে নামাবে পথে
বিকাতে বলবে আত্মা জঠরের জ্বরে ?


এহসান নাজিম
১১/০৩/২০২৩