আমি কোনো কিছুর জন্য অপেক্ষা করছি -
সম্ভবতঃ ভালবাসার জন্যে নয়,
পাওয়া না পাওয়ার আক্ষেপ ঘুঁচে গেছে কবে কোনকালে
তবুও নিমিষেই বুঝতে পারি আমি ভালোবাসার নিঃশ্বাস।
শীতের ঝড়া পাতার স্পর্শ আমাকে এখনো মোহগ্রস্থ করে
হঠাৎ উড়ে যাওয়া পাখিটাও ছড়ায় ভালোবাসার উম
যেমন ছড়ায় অবহেলায় ধূলোয় জড়ানো জংলী ফুলেরা!


কবিতার জন্যে আমার অপেক্ষা আশৈশব -
বস্তুতঃ কবিতার প্রসব যন্ত্রণা আমাকে ক্ষনিকের জন্যে
হলেও পৃথিবীর সুখী মানুষ করে, আমাকে আচ্ছন্ন করে।
মাঝেসাঝে দেখা পাই বলে কবিতা অপেক্ষার তালিকায় নেই!


প্রতিদিনের সূর্য, বাতাসের শব্দ
জ্যোৎস্নার সংসার, অন্ধকারে জোনাকির আলো
স্বপ্নের সাথে বোঝাপড়া, গরম ভাত, চায়ের ধুঁয়া
নেই স্মৃতির শহরও ।


আমি হয়তো একেবারে নতুন কোনকিছুর জন্যেই অপেক্ষা করছি ।
যে পথে যাইনি কোনোদিন, একদম অচেনা
তবু কেন তার জন্যেই অপেক্ষা?
উপেক্ষার নেই কোন পথ, তুড়ি মেরে উড়াতে পারিনা বলেই
অপেক্ষার অজানা সময়ের কাছে অসহায় আত্মসমর্পণ।


এহসান নাজিম
১১/১৬/২০২২