পৃথিবীর কোথাও আমার নামে কোন হুলিয়া নেই
কোনো আদালত আমাকে দোষী সাব্যস্তও করেনি।
তবুও আমি পালিয়ে বেড়াচ্ছি -


শহরের যে রাস্তাটায় কি এক জরুরী কাজে হন্তদন্ত হেঁটে
যাওয়া আমার পায়ের ছোঁয়ায় তোমার ছেঁড়া  
স্যান্ডেল দেখে তুমি রাগের বদলে হেসে উঠেছিলে
- সেই রাস্তা কিংবা সেই হাসিটার জন্যেও নয়।
সিগারেটের নীলাভ যে ধোঁয়াটা তোমার চোখে জ্বালা ধরাতো
গুচ্ছ গুচ্ছ হারিয়ে ফেলা কবিতা, প্রিয় নাটকের সংলাপ
সেদিনের কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে অবিরত তর্ক থেকেও নয়!

এইসব কিছু থেকে আমি পালাতে চাই না
তোমার সামনে যেতেও উঠবেনা দীর্ঘশ্বাসের ঝড়।
শেষ দেখায় পদ্মার বিরাণ চরের মতো শুষ্ক যে চোখ দুটি দেখেছিলাম
তাতে আজ বোধ করি নূহের প্লাবন,
ছোটখাটো বান আমি সামাল দিতে পারি
কিন্তু, প্লাবনে আমার বড্ড ভয় -
এতদিন পরে আমি যে আর ভাসতে পারবো না!


এহসান নাজিম