তোমার ওষ্ঠ থেকে ঝরে পড়া শব্দাবলী
জীবন্ত, যেন শহরের ব্যস্ত গলি ।
যখন খেলা করে উঠোনে ছড়ানো ছায়ার সাথে
চুপ চাপ বসে দেখে আকাশ ছাদের কার্নিশে -
খুব করে নেয় ভিজে অসময়ের বৃষ্টিতে
বাঁধা পেয়ে উঠে হেসে ভাঙা আরশিতে -
তখন আমারো ইচ্ছে এক জীবনের সব সুন্দর
জোয়ারে ভাসুক অথৈ, ছাড়ুক অচেনা বন্দর ।
অর্ঘ্য হয়ে পড়ুক লুটায়ে তোমার শব্দের বাঙ্কারে
অবশ পৃথিবীটা বাঁচুক, নাচুঁক কবিতার ঝংকারে ।
হাত ধরে অনর্গল বলুক দূর কোন শহরের কথা
নিয়ত অদৃশ্য সূতায় জানাক নিয়তির পদ রেখা ।


কিছু কিছু শব্দেরা বড্ড লাজুক
এলোমেলো দ্বিধায়, নিঃসঙ্গ নাজুক ।
কিছু শব্দ বড্ড বেপরোয়া, নির্দয় ভীষণ
ক্রমাগত নিমজ্জিত, উপেক্ষা শাসন -  
তোমার ঠোঁটের কাঁপন থামাই ঠোঁটের রেখার তুলিতে
নিঃশব্দের দ্যুতিতে বুঁজে যায় চোখ প্রেমের অন্ধ গলিতে!


এহসান নাজিম
০৫/২৫/২০২৩