আমি এখন প্রেমিক তুমুল।
পানির দরে কাব্য কিনি
সকাল দুপুর সন্ধ্যা কিনি।
উচ্চস্বরে জানান দিয়ে
বলছি আমি তোমায় চিনি।
নিয়ম গড়ি, নিয়ম ভাঙি
খাঁচায় রাখি অবুঝ পাখি।
মনের বাগান ভরছে বকুল
আমি এখন প্রেমিক তুমুল।


ছন্নছাড়া  জীবন যাপন
লাগাম ছাড়া বুকের কাঁপন।
বৃষ্টি এলেও পথের ধারে
ভিজছি আমি আপন দ্বারে।
বর্ষা নামাই তপ্ত দিনে
ঝড়ো হাওয়া তোমায় চিনে।
আজ শহরের সব কোলাহল
মাথায় নিয়ে মত্ত মাদল -
তোমার খোঁজে হৃদয় ব্যাকুল
আমি এখন প্রেমিক তুমুল।


সকাল বেলা জানলা খুলে
মিষ্টি রোদের পসরা ভুলে
চাইছি আমি তোমার ছোঁয়া
চশমা জুড়ে চায়ের ধোঁয়া।
শব্দ এলো দরজা খোলার
পদধ্বনি লক্ষ সেনার
হারছি আমি বিষম যুদ্ধে
চুড়ির শব্দে, তোমার গন্ধে।


অভিমানের পাহাড় বিপুল
আমি এখন প্রেমিক তুমুল।


এহসান নাজিম
০৮/৩১/২০২৩