আজ যে প্রজাপতির সাথে দেখা হলো
কাল কি ঠিক ওর সাথেই দেখা হয়েছিলো?
অপূর্ব দেখতে প্রজাপতির সারা শরীর জুড়ে ছিল রঙের বাহার
কালো রংটা ফিকে হতে হতে ছাই বর্ণ কিছুটা কোথাও
তার উপর সাদার আদরে ঢাকা ডানার অনেকটা
শরীরে লাল রঙের ছোপ ওকে করেছে অন্য পৃথিবীর কেউ!
চোখের ছ'হাজার লেন্স দিয়ে আমাকেই দেখছিলো
আমি জানি না, দু'দিনে দেখা প্রজাপতি দুটো এক ছিল কিনা!


বছর কুড়ি পর তোমার সাথে আজ দেখা -
ভুল হয়নি চিনতে এতদিন পরেও।
একদম সেই ছন্দবদ্ধ হাত, চোখ থেকে ঠিকরে পড়া সেই রশ্নি
বয়সের ছাপকে অগ্রাহ্য করেছো একই উন্নাসিকতায়!
আফসোস, অদেখা থেকে গেলো প্রজাপতি আর তোমার ভেতরটা
যদিও জানি, তোমার অন্তরে কোনো প্রজাপতি নেই আজ আর!


এহসান নাজিম
০৬/১৫/২০২৩