তোমাকে ছাড়া আমার কিছু ইচ্ছের কথা কাউকে বলিনি কখনো  
মেঘের দেশে বাড়ি বানিয়ে থেকে যাবার তেমনি  একটা ইচ্ছে।


বাড়ির সামনে থাকবে মেঘেদের বাগান
থাকবেনা রঙের আধিক্য একটুও -
কেবল মাঝে মাঝে উঁকি দেবে নীল আকাশ
গুচ্ছ গুচ্ছ সাদা আর কালোর নৃত্যে উত্তাল চারিধার!
বিছানা, বালিশ, তোষক, আসবাব মেঘেরই তৈরী,
গেরস্থালি কাজের জন্য থালা, বাসনের নেই প্রয়োজন,
ক্ষিদে পেলে খাবো জলে টুইটুম্বর তুলতুলে একটুকুরো মেঘ।
রাতের আঁধারে বাড়ির চৌখাঠে আটকে পড়া তারাদের
সাথে গল্প করতে করতে ক্লান্ত হয়ে পড়বো ঘুমিয়ে -
সকালের ঘুম ভাঙবে বৃষ্টির শব্দে অথবা রৌদ্রের কবিতায় !

তুমি কেন যে তুড়ি মেরে বাঁকানো গ্রীবায় করলে উপেক্ষা -
অপূর্ণই রয়ে গেলো তাই ইচ্ছেটা আমার।
তুমিতো জানোই তোমাকে ছাড়া সেই মেঘের দেশেও
আমি হবো ছন্নছাড়া বিরহে বিধ্বস্ত বিবাগী!


তোমার লোভে আক্রান্ত আপাদমস্তক আমি
যেমন ঋণ নেয়া সর্বহারা আমৃত্যু শৃঙ্খলিত থাকে ঋণেরই জালে।


এহসান নাজিম
০৪/১২/২০২৪