আজ তোমার সাথে দেখা না হলে সদ্য কেনা গোলাপ  
হবে ভবঘুরে আশ্রয়হীন, টালমাটাল, বিরহী ছন্দ বিহীন!
তোমার স্পর্শ ছাড়া হবে কাতর, ক্লান্ত সাজানো ছবি
উদাসীনতায় হবে ছিন্নভিন্ন, হবে নতজানু, বর্ণ বিহীন!

আজ তোমার সাথে দেখা না হলে নতুন লেখা কবিতাটি
হারাবে বিস্মিত চোখের চাউনি, নিমগ্ন একলা পাঠক!  
এলোমেলো ছন্দেরা সদ্য হাঁটতে শেখা শিশুর মতোই  
ভারসাম্যের দোটানায়, মঞ্চের সীমানায় বিষণ্ণ নাটক!

আজ তোমার সাথে দেখা না হলে শেষ রাতে লেখা চিঠি
পরে রইবে অবহেলায়, হবে মূল্যহীন কাগজ নিছক!  
শব্দেরা অর্গলের জানালায় কাঁদবে, বিদীর্ণ চিৎকারে
জানবে মগজের প্রকোষ্ঠে আজ অসহায়, বন্দী, আটক!

আজ তোমার সাথে দেখা না হলে বিধ্বস্ত বিদীর্ণ আমি
অচেনা পথ ধরে দিকভ্রান্ত হেঁটে যাবো ঠিকনা বিহীন!
আমাকে ফেরাবে কে বলো? শান্ত নদীটাও বেসামাল
ভাঙছে দুধার, জেনে রাখো আমাকেই করবে বিলীন!

এহসান নাজিম
০৪/০৮/২০২৩