একদিন তুমি সমুদ্র হলে।
ঢেউ হয়ে আছড়ে পড়লে আমার শরীর জুড়ে,
আমি পবিত্র এবং পাপমুক্ত হলাম।
শুধু শরীরে লেপ্টে রইলো জলের কিছুটা নোনা স্বাদ!


একদিন তুমি আকাশ হয়ে ছুঁতে চাইলে বনের ছায়া
আজ অব্দি যেখানে পড়েনি সূর্যের আলো
সেখানে গড়ে নিলাম আমার ঠিকানা।
শুধু শরীরে লেপ্টে রইলো উত্তাপের জন্য কিছুটা অস্থিরতা!


একদিন তুমি নদী হয়ে ভাসতে চাইলে দিকবিহীন
ভেসে যেতে যেতে স্রোতের রাগ ভৈরবীর মূর্ছনায়
আমি লালন হয়ে গাইলাম উজানের গান।
শুধু শরীরে লেপ্টে রইলো ভাটির জন্য কিছুটা দীর্ঘশাস!

আমি খুব চাইলাম - একদিন তুমি শুধু তুমি হও।
সময়ের জটকে করে উপেক্ষা, দ্বিধাহীন আমি যেন
ঘুরে আসতে পারি স্মৃতির শহরে তোমারই হাত ধরে।  
শুধু শরীরে লেপ্টে রইবে তোমার
কিছুটা উদাসী উচ্ছাস, কিছুটা উত্তাল উল্লাস
এবং আমার সমস্ত জুড়ে কেবল প্রেমের নিঃশ্বাস!


এহসান নাজিম
১২/২০/২০২৩