তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না -
না জড়িয়ে ফুলের মালা অরক্ষিত রাখলে খোঁপার সীমানা।
চিঠির পাতায় বাঁধ ভাঙা জলের মতো শব্দের খেলা  
মনে হলো তবু চোরাবালিতে হারালো প্রেমের ঠিকানা!

তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না -
কালবৈশাখীর মেঘের মতো তোমায় গ্রাস করলো লাজুকতা।
তুমি ছুঁয়ে দিলে হাত, শুনলাম তোমার নিঃশ্বাসের শব্দ
মনে হলো তবু অতল জলে হারালো প্রেমের মাদকতা!

তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না -
স্মশানের শব হলো চোখের কোণে থাকা স্বপ্ন বোনা।
দিনের আলোয় হেঁটে দিলে পারি চেনা পথ বারবার  
মনে হলো তবু চলে গেছে বহুদূরে প্রেম চেনা!

তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না -
বিষণ্ণ কবিতার মতো পরে রইলো স্মৃতি আলমিরায়।
ট্রেনের জানালায় বসে ছুটে যাওয়া রূপসার স্রোত দেখে  
মনে হলোনা তবু ভেসে যেতে পারি প্রেমের সীমানায়?

এখনো প্রবল ভয়?
  তুমি কি জানো
ভালোবাসা প্রেম নয়?

এহসান নাজিম
০৫/১৬/২০২৪