কতবার আর প্রত্যাখ্যান করবে?
"না" শব্দের ক্লান্তি তোমাকে অবসন্ন করে না?
তোমাকে করেনা বিচ্ছিন্ন দ্বীপের নিঃসঙ্গ অধিবাসী?
সলজ্জ উচ্চারণে ক্ষীণ কণ্ঠে 'হ্যা' বলেছো কখনো?
একবারও পড়েছো প্রেমে? বেসেছো ভালো?
যদি ভালোবাসতে পারো একবার, পড়তে পারো প্রেমে
কোনো মূল্য ছাড়াই কিনতে পারবে জলপ্রপাত -
ঝর্ণার কাছে জন্ম নেয়া লতা গুল্মের বাড়িঘর
জলের ঝাপটায় সূর্যের আলোর অবিরাম রঙিন খেলা
বিন্দু বিন্দু জলে তোমার মুখের শীতল সুন্দর!
প্রেমিকের চোখেই খুঁজে পাবে পদ্ম পুকুর
অবগাহনের সুতীব্র ইচ্ছে হবে তোমার -
হারাতে চাইবে পথ প্রেমিকের চুলের ঢেউয়ে!
ভালোবাসলে যানজটের এই শহরে তোমার কানে বাজবে
হাজার বছরের প্রেমের কবিতা, সেতার আর বিটোভেনের সুর।
উত্তাপে গলে যাওয়া পিচের রাস্তায় হেঁটে যেতে যেতে দেখবে
ফুটছে বর্ষার কদম, সকালের শিশির মাথায় নিয়ে শিউলি।


ভালোবাসতে জানলে ইচ্ছেরা আকাশে ঘুড়ি হয়ে উড়বে স্বাধীন
নাটাই আর সুতো মনের বারান্দায় নিশ্চিত, ভাবনাবিহীন।
তুমি অন্য মানুষ হবে, হবে সীমাহীন রাজ্যের অধীশ্বরী
অথচ তোমার সম্রাজ্ঞী হতে একটুও ইচ্ছে হবেনা নারী -
বরং বাড়িয়ে দুহাত, গলা ছেড়ে গান, দেবে দিগন্ত পারি !


এহসান নাজিম
০৫/০৯/২০২৩