আমার হাত কাপঁছে
আমার পা কাপঁছে
আমার সমস্ত শরীর কাঁপছে
এতোদিন কাঁপতো প্রচন্ড ঠান্ডায় অথবা ভয়ে
অথবা শারিরীক কোন অসূস্থতায়।
যে কাঁপনের কোন একটা সমাধান ছিল,
অসুস্থ হলে ডাক্তারের শরনাপন্ন হতাম
শীতের ঠান্ডার কাঁপন ঢ়াকা যেত কাপড়ের আড়ালে...
সব কিছুর মাঝে ছিল হৃদয়ের কাঁপন
এখন আর নাই-
তাই আমরা সবাই তাকিয়ে দেথছি আমার ভাইয়ের মৃত্যুকে
ধর্মের ব্যবধানে আমরা হত্য করছি মানবজাতিকে
আমরা খুঁজছি দেশের সীমানা
খুঁজতে চাইছিনা কারো হৃদয়ের সীমানা।
তুমি সীমানা লঙ্ঘনকারী হলে
তোমার বুকে চলবে গুলি আর গুলি
কিন্তু আজ আর খুজিঁনা সীমালঙ্ঘনকারীকে।
হে বিধাতা,
আমাদের হৃদয়ে একটু কাপনঁ দাও!!
আমার আঙ্গুল যেন -
কোন বন্দুকের ট্রিগারে ছাপ না ফেলতে পারে ।