আমি মূর্খ্য! তোমার মনে হয়।
আসলেই আমি তাই।
আমি নিতান্ত দরিদ্র্য
তোমার মত অর্থ বৈভব
হয়ত আমার নেই।
আমার আধুনিক শিক্ষাও তেমন নেই।
আমার কোন যোগ্যতাই
নেই যে তোমাকে একটি  
সম্পূর্ন লাইন শুদ্ধ ভাষায় লিখে জানাব
আমার মনের কথা।
আমি এতটাই মূূখ্য!
আমি বির্বণ পান্ডুর
আমার কোন উচ্চাশা ছিল না কখনও।
আমি এতদিন জানতাম আমি খুব সাধারণ।
আজ আমার মনে তীব্র
আকাঙ্খা জাগছে অসাধারন হয়ে উঠার।
ঠিক তোমার মত।
যার সব কিছুই অসাধারণ।
তা কি খুব সহজ।  হয়ত না !
আমি গাছের নিচে
বসে থাকা দিক ভ্রান্ত পথিক।
তোমার পদধ্বনি
শুনে যখন তাকালাম
তোমার চোখে পৃথিবীর
সবকিছু মূল্যবান মনে
হতে লাগল আমার।
কিছুদিন আগে দেখার সুযোগপেলে
আমি তোমার জন্য
নিজেকে অসাধারণ
হিসেবে তৈরী করার  সাহস করতাম।
যদি দাড়াতে পারতাম তোমার পাশে...
তোমার দেরী করে আসাটাই আমার
অসাধারণ না হতে পারার জন্য দায়ী।