ভালবাসা কি আয়তক্ষেত্র ,বর্গক্ষেত্র, নাকি ত্রিভুজ,
নাকি ঘনক, নাকি সমান্তরাল দুটি রেখা?
তার ওজন কত, আয়তন কত, ঘনত্ব কত
স্কেল দিয়ে মেপে যে বলতে পারবে তার
উচ্চতর গনিত বুঝতে কোনো অসুবিধা হবেনা।
সবকিছু কো-রিলেশন ও রিগ্রেশন এর মত
এটা আবার কি ?
বুঝতে হলে পরিসংখ্যান পড়তে হবে
এই অধ্যায়টি  পড়ানোর সময় ক্লাসে
একদিন এক  সহপাঠী প্রশ্ন করেছিল
....... শিক্ষক কি পড়াচ্ছেন আমি কিছুই বুঝতে পারছিনা।
আমি তখন তাকে বললাম-
'আজ থেকে কাউকে ভালবাসতে শুরু কর,
তাহলে বুঝতে শুরু করবে।'
তুমি যত অবহেলা করবে
সে তোমাকে পাওয়ার জন্য তত চেষ্টা করবে,উন্মাদ হবে।  
তারপর যত তুমি ভালবাসায় নিবির হবে
সে তত তোমার সাথে সমান্তরাল রেখায় হাটতে শুরু করবে
ছয়মাস পরে বন্ধুটি বলল-
পরিসংখ্যান এখন আমি খুব ভাল বুঝি
তার মানে বন্ধুটি প্রেমে পড়েছে।
প্রভাবিলিটি অধ্যায়টি পরে সে জীবনের সম্ভাবনাকে
বুঝতে পেরেছে
যে জীবনকে সব সময় পূর্ন সংখ্যা এক এর
মধ্যে হিসেব করতে হবে।
আর এটা বুঝতে না পারলে পূন: পূন:
চেষ্টা করলে চান্স বাড়তে পারে।  
নিশ্চিত কোনো ফলাফল নাও  মিলতে পারে।
পূন: পূন: চেষ্টা করে কেউ যদি ভালবাসা
পাবার সম্ভাবনাকে বাড়াতে পারত তাহলে
প্রভাবিলিটির তত্ত্ব কাজে লাগতো হয়ত।
বন্ধুটি প্রায়ই বলত-
প্রভাবিলিটি অধ্যায়টি না থাকলে
তার জন্য ভালবাসায় পাশ করা সহজ হত।
কিভাবে পূর্ন সংখ্যা এক এর মধ্যে প্রভাবিলিটি
হিসেব করতে হয় তা সে কখনও বুঝতে চায়নি।
আমিও তাকে বুঝতে ব্যর্থ হয়েছি।
সবকিছু ঠিক হবে ভেবে হাতের মধ্যে
কয়েন গুজে কতবার হেড এবং টেল কাউন্ট করে
জীবনের প্রভাবিলিটি যাচাই করেছি।
কিভাবে জীবনে ভালবাসায় জিততে পারব
নি:স্বার্থ ভালবাসা খুঁজে পাব
তার কোনো গানিতিক সমাধান মিলেনি।
সবকিছুতে  ভগ্নাংশের ফলাফল এসেছে।