বিকেলের বাতাসে হাসনাহেনার ঘ্রান নাই
তাই কারো সময় নেই তোমার হাসির
মোহনীয়তা খোঁজার।
কাউকে হাসির অর্থ বোঝাতে হলে তোমাকে একটা
নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হতে পারে।
প্রেম এখন বিনিময়ের পণ্য!
কি করে তুমি প্রেমে জীবন করবে ধন্য?
এখন কারও প্রেমিক বা প্রেমিকা হওয়ার সময় নাই।
এখন আর বাতাসে হাসনাহেনার ঘ্রান মিশে না,
যা মিশে তা কেবল ঘ্রানের আবেশ।
মন এখন আর  আগের মত বিচলিত হয় না কারো জন্য,
নির্দিষ্ট  কিছু কমনশর্তে আটকে থাকে
এক মন আরেক মনের কাছে।
যেমন করে অট্টালিকাগুলো পাশাপাশি দাড়িয়ে আছে
আমাদের সভ্যতার পরিচয় নিয়ে।
কি হবে নিজেকে প্রেমিক ভেবে!
এর কোন পরিচয় নাই।
আলাদা কোন দামও নাই।
যার কোন আর্থিক মূল্য নাই-
তার দাম কি নির্ধারণের কোন উপায় থাকে।
হে বালক! হে বালিকা!
হৃদয়গুলোকে অট্টালিকার মত
সারিবদ্ধ করে রাখ যেন কেউ কারো ওয়াল স্পর্শ না করে।
তোমার অধিকারে আমার অংশগ্রহণ
কিন্তু অনধিকার চর্চা।
তাই দেহগুলো এখন আত্মাহীন অট্টালিকা ।
কারো উপর অধিকার খাটায় না।
বাতাসে এখন কোন ‍ঋতুর প্রভাব
পড়ে না। কারন মনগুলো এখন
অট্টালিকার আড়ালে ঢাকা পড়েছে।