গায়ের মাটি         গায়ের ছবি
     খুঁজে ফেরে মনের ছুটি,
গায়ের ছায়ায়         গায়ের মায়ায়
     দলবেধে পাড়ায় জুটি।


গায়ের পথে        গায়ের মাঠে
  ছোট বড় গাছের ছায়ায়,
সারি বেঁধে        গরুর পাল
  রাখাল সাথে প্রান যে জুড়ায়।


গায়ের মাঠে         কৃষক চাষে
    চালায় গরু সারি বেঁধে,
কৃষানী হাসে         ধানের গন্ধে
    আশায় আশায় বুক বাঁধে।


গায়ের নদে         মাঝি ভাই
    ভাটিয়ালী সুর তোলে,
সরু নদে        মিষ্টি সুরে
    সবার মন যায় যে ভুলে।


গায়ের বনে        বনফুল ফোটে
    খোপায় গুজে কিশোরী বোন,
খোলা চুলে         ঘুরে বেড়ায়
    অজানা খুশিতে ভরায় মন।


গায়ের হাটে      পাবে মিঠাই
   পিঠাপুলির লাগছে ধুম,
পাড়ার সবাই     মিলছে উঠোন
    গ্রাম জুড়ে নেইকো ঘুম।


গায়ের মাঠে       শর্ষে খেতে
    হলুদ কাঁথার রংবাহার,
মন ছুটেছে       সবার মাঠে
   ভুলছে সবাই দিনের আহার।


গায়ের পথিক        হাটছে পথে
    গাছের সাথে মেঠো পথে,
শিশুরা সব        কাঁদা মেখে
      মাছ ধরছে একইসাথে।
  
গায়ের গাছে       গাছের শাখায়
    বক, শালিক অনেক পাখি,
কিচির মিচির      করছে ডাকি
    শুনে প্রাথর্নাতে মেলছে আখি।


গায়ের মাটি        বেজায় খাঁটি
    পাগল করে আমার মন,
খোদায় বলি         স্বর্গ আমার
     খুঁজি সেথায় আমার মরন।