অভিমানী বসন্ত


বসন্ত এখন আমার কাছে বাহ্যিক রংয়ের বাহার
গাছে গাছে ধূলার আস্তরণ,
উন্নয়নের ছোঁয়ায়  হলুদ রং-কে মনে হচেছ ধূসর
লাল কে মেরুন আর সাদাকে বিবর্ণ কালো
মানুষের ক্ষীপ্র মানসিকতা আমার চোখকে অসহায় করে দিচেছ
যখনই ভাবী আজ তো বসন্তের আগমন ঘটেছে প্রকৃতিতে
প্রকুতিও আমার কোঁচকানো চোখের দৃষ্টি পছন্দ করেনা
তাই আমাকে বলল-
আমি তোমার ঘরে যেতে রাজি না!
আমি দু:খ পাইনি
কেন জান- কারন আমি তাকে মন থেকে
স্বাগত জানাতে পারিনি।
বসন্ত আমার কানে ফিঁসফিসিয়ে বলল-
আমি তো আর শীত নই যে সবাইকে কষ্ট দিতে, সবার ঘরে ঘরে যেতে পারি।
আমি বসন্ত!  আমার মন বড্ড বেশী প্রশান্ত।
আমার বন্ধুত্ব আনন্দের সাথে, সুন্দরের সাথে।
তোমার চারপাশে পারদের বিষাক্ত গন্ধ;
চারপাশে হিংসা আর জিঘাংসায় আক্রান্ত মানুষেরা,
ওদের হৃদয় কংক্রিটে তৈরি,
আমার প্রবেশের জন্য একটা জানালাও খোলা রাখে নাই।


রচনা :১৩/০২/২০১৮ইং