তোমার তুলনা কেবল তুমি


আকাশের সাথে দিব না তোমার তুলনা
পাহাড়ের মত কিছুটা কঠিন
বাইরে থেকে কারো কারো মনে হয়।  
ঝিনুকের মত কি তাহলে তুমি?
বাইরেরটা শক্ত খোলস',
ভিতরে মুক্ত লুকানো রয়।  
বৃক্ষের কাছে প্রশ্ন করেছি
কতটুকু জান মুজিবকে?
উত্তরে বলল-
তারই ভালবাসায় আমার পাতারা
আজ পরিপূর্ন সজিব যে।  
আমারই মতন ছিল তার মনটা
ফলদান করা যার কাজ,
নিজের কথা না ভেবে
পরকে করে যায় ছায়া দান।  
প্রতিদানে একদা ফলগ্রহীতা
হাতে তুলে নেয় ছোরা
ফল খাওয়া শেষে,
সম্পূর্ন কেটে ফেলে  দেয় প্রতিদান।  


নদীর কাছে জানতেে চেয়েছি,
মুজিবকে তোমরা চেন?
দূকূল ভাসিয়ে পাললিক মাটিতে
যে বানিয়েছে বাংলার মাটিকে
উৎপাদনের ভেন্যু।  
নদী বলে ভাই- দেখনি তোমরা
কেমন করে বলি?
তারই দয়ায়, এই বাংলায়
স্বাধীনভাবে আমরা যে বয়ে চলি।  


সারা বাংলা খুঁজেছি আমি
তোমার তূল্য কিছু পেতে।  
ব্যর্থ আমি, অর্থহীন খোঁজা,
তোমার তুলনা কেবল
রয়েছে যে তোমাতে।