সময়ের ব্যবধান'টা কমিয়ে আনতে চেয়েছিলাম
কিন্তু ভাগ্যের চক্রটা আমার সাথে একটু ব্যতিক্রম হয়ে গেলো
তখন মাহে রমজানের মাঝামাঝি চলছে
একদিন মাস্ক ছাড়া বেরিয়ে ছিলাম ঘরের বাইরে
করোনা'র রানী এসে গেলো আমার অন্তরায় আর তুমি?
কালের আবর্তে হারিয়ে গেলে
আহ! কি চিন্তা, কি চেতনা তোমার মনের গহিনে!
হয়তো তুমি ভেবেছিলে আমার শেষ নিঃশ্বাস অল্প কিছু দিনেই ছেড়ে যাবে,
হয়তো ভেবেছিলে তোমারও হতে পারে এই ভয়ানক ভাইরাসের ভালবাসা
হয়তো ভেবেছিলে দীর্ঘ দিনের পর আমি শূন্য হয়ে যাবো ঋণের দাবানলে
তবেই'তো চুপিসারে দিলে পারি মাস্ক পরা ব্যক্তির সনে!
সেও কি ভালো আছে ?
সরকারি চাকুরিজীবী ছিলেন বটে, এন৯৫ তাকে কি রক্ষা করেছিলো
আমি অপেক্ষায় আছি, তোমার অপেক্ষায় আছি
তুমি ফিরে আসবে, আবার আমায় ভালবাসবে!
দীর্ঘ ছয় মাস কেটে গেলো, করোনার মুক্তির পর মরণের পথে আবার!
হাসপাতালের ছুটি মিলেছে কাল, কোন ওষুধ নাকি আর লাগবে না
অপেক্ষা করতে হবে মৃত্যুর জন্য
আমি'তো মৃত্যুর জন্য অপেক্ষা করছি না, করছি তোমার জন্য
তুমি আবার ফিরে আসবে?
তোমার স্বামীর মৃত্যুটা আমাকে খুব বেশি কাঁদিয়েছিলো
শুনেছিলাম কিছুদিন আগে
জানো একবার দেখার ইচ্ছে ছিল খুব, হয়তো আমার থেকেও
থাক, আমিও ওসব ভুলে যেতে চাই
শুধু তোমার জন্য ভুলে যেতে চাই, তুমি ভালো থেকো এই কামনায়
বিদায় ঘণ্টা বাজার আগে তোমার মুখে হাসি দেখতে চাই
জানো তোমার জন্য যে রবিন পাগল প্রেমী হয়েছিলো
মনে আছে তোমার ওর কথা?
ও কিন্তু আজও তোমায় ভালবাসে
সমস্ত খবরগুলো আমার কাছে ও দিয়েছে
জানো ও বোধয় আমাকেও খুব ভালবাসে, আমাকে নিয়ে ওর অনেক স্বপ্ন
ওর পাগলী বোনটাকে নাকি আমার সাথে বিয়ে দিবে
সারাক্ষণ আমার সেবার জন্য রেখেছে
খুব খেয়াল রাখছে আমার, মাঝে মাঝে দেখি নীরবে কাঁদে
পাগল বন্ধুটার জন্য মায়া হয়, ও জানে আমি থাকবো না তবুও
তুমি কি আর আসবে না, আসবে না আমায় একটু দেখতে?
আমি জানি তুমি আসলে হয়তো আমি বেঁচে থাকবো
তোমার জন্য আমি বেঁচে থাকবো অনন্ত হয়ে
বেঁচে থাকবো করোনার মরণ থাবার ছোবল পেরিয়ে সার্থক প্রেমিক হয়ে
তুমি কি আসবে, একটি বার মুখে মাস্ক পড়ে।