কৃষকের কথা বলি শোণ একবার
গাঁয়ের মাটিতে যার নিত্য হয় খেলা,
হবে না'কো শেষ তার বলে সমাচার
ফসল ফলিয়ে করে মিষ্টি হাসি মেলা।
খরতাপে রৌদ্র বুঝি কালো গায়ে লাগে
শীতের কাঁপুনি তার হয় না'কো ভয়,
খাওয়া না খাওয়ার নিত্য নেশা জাগে
কৃষক আমার ভাই করে হাসি জয়।


তবুও চাষার নামে ডাকি নিত্য দিন
অভাগা ভাবনা মন তার পথ চলা
পরিহাস শুনে মন কিছুই না বলা
ক্ষুধার জ্বালায় ধৈর্য হয়ে সমীচীন।
এমনি চলছে দিন সহস্র বছরে
খুঁজে পায় তার সুখ অন্য কারো তরে।