নেশা-ই পেশা জগৎ জুড়ে
পাগল যেমন সবে,
বলবে সবাই বুঝবে না কেউ
নেশার পেশা এই ভবে।


কাজের নেশা টাকার মাঝে
থাকলে হাতে বেশি,
নিত্য দিনে চনমনে ভাব
কাজের নেশায় খুশি।


কেউবা আছে ঘোরার নেশায়
দূরের মাঝে ঐ যে পথে,
কেউবা আছে থেমে যেতে
একটু দাঁড়াই কার হতে।


কারো নেশা একলা চলা
ভালবাসার নেই পরশ,
কারো আছে মনের মাঝে
ভালবাসায় বেজায় যোশ।


নেশার নেশায় যেজন আছে
মিছে মিছি জগৎ তার,
খুন গুম হাতের মুঠোয়
বাকী সবাই নির্বিকার।


কারো নেশা লুটের মাঝে
ধর্ষণ করে আপা'মন,
বেখেয়ালি আইন কানুনে
নিত্য হয়গো সত্য মরণ।


আমার নেশা কাব্য লেখা
ছন্দ লাইনে জমুক বেশ,
হয়তো আমি হারিয়ে যাবো
থাকবে পাতায় পরিশেষ।


তোমার নেশা কেমন নেশা
হয়তো হবে ভিন্নতায়,
জানতে মনের ইচ্ছে জাগে
লিখবে কিবা এই পাতায়।