দীর্ঘ সবুজ বিকেল আমার কৈশোর
পড়ন্ত সূর্যের খেলা তবুও রঙ্গিন
পানি হীন পানা ভর্তি বিষন্ন পুকুর
ক্লান্তি হীন অবিকল পাখির মতন
শিশিরের গন্ধভরা অন্তহীন পথ
চঞ্চুর সবুজ লতা আকাশের উঁকি
দেশের মাটিতে বুক শতত আঘাত
খরস্রোত লেীহজঙ্ঘা সময়ের ঝুঁকি


লজ্জার স্তূপের জমা জঞ্জাল সরিয়ে
বিমুগ্ধ বেদনার হে শান্তি অন্ধকার
সরবরে অতলের আকরে মাটির
অচেনা ফুলের গন্ধ পথের দু’ধারে
সন্ধ্যার উন্মেষ তব  বাধার পুলক
কৈশর আমার স্বপ্ন হৃদয়ে আসুক।